ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আমেরিকায় ৫৮% পরিবারে ফিটনেস ট্র্যাকার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭১১ বার


আমেরিকায় ৫৮% পরিবারে ফিটনেস ট্র্যাকার

আইটি: করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে বেড়েছে ইলেকট্রিক ডিভাইসের ব্যবহার। ২০১৯ সালে আমেরিকায় যেখানে প্রতিটি বাসায় গড়ে ১১টি করে সংযুক্ত ডিভাইস ছিল, গত বছর তা বেড়ে হয়েছে গড়ে ২৫টি। এসব ডিভাইসের মধ্যে রয়েছে ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট টিভি, হেডফোন, গেমিং কনসোল ইত্যাদি। সেবা প্রতিষ্ঠান দেলোয়েতের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে দেখা যায়, ৫৮ শতাংশ পরিবারে স্মার্ট ঘড়ি বা ফিটনেস ট্র্যাকার আছে।

প্রতিষ্ঠানটির মতে, করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সব কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠেছে বাসা। শিশুদের পড়াশোনা থেকে শুরু করে গেমস খেলা, অফিসের কাজ করা, ভিডিও কল, অনলাইন কেনাকাটা, ভার্চুয়ালি ডাক্তার দেখানো—সব কিছুই হচ্ছে বাসা থেকে। দেলোয়েতের ভাইস চেয়ারম্যান পল সিলভারগ্লেট বলেন, ‘কভিড-১৯-এর প্রাদুর্ভাব যেন টাইমমেশিন। পুরো মানবসভ্যতাকে ১০ বছরেরও বেশি সময় এগিয়ে দিয়েছে।’ 
 


   আরও সংবাদ