ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঝিনাইদহের পৌরসভা এলাকায় দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৫২ বার


ঝিনাইদহের পৌরসভা এলাকায় দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার- ঝিনাইদহ জেলায় সকল পৌরসভা এলাকায় বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত। শুধুমাত্র জেলা শহরে ইজিবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে দুরপাল্লার যানবাহন চলাচল অব্যাহত থাকেবে। আগামী শনিবার ১৯ জুন থেকে এ আদেশ কার্যকর হবে। আজ বিকেল ৩টার দিকে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান সহ অনেকে। সভায় মহেশপুর উপজেলার সীমান্ত সংলগ্ন ৬টি ইউনিয়নে পুর্বে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আরো ৭দিন বাড়ানো হয়েছে। গেলো ২৪ ঘন্টায় ঝিনাইদহ জেলায় ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জন করোনা সনাক্ত হয়েছে। শতকরা হিসেবে আক্রান্তের হার ৩৫%। বুধবার সদর হাসপাতালে মৃত্যু বরণ করেছেন একজন। এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ৬১ জন।


   আরও সংবাদ