ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৯০৫ বার
কৃষি: কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) নির্বাচনের জন্য সুপারিশ দিতে ১০ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এ কমিটির সভাপতি মন্ত্রিপরিষদ সচিব। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মুখ্যসচিব বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব।
কমিটি কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনের জন্য কৃষি মন্ত্রণালয়ের চূড়ান্ত বাছাই কমিটি প্রণীত সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য সুপারিশ দেবে।
কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও বিধি অনুবিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।