ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কালিহাতীতে ৯৮১ টি কাপড় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬২২ বার


কালিহাতীতে ৯৮১ টি কাপড় উদ্ধার

মামুন শিকদার মাহিন  (টাঙ্গাইল): কালিহাতীতে উপজেলায়  বিপুল পরিমাণ চোরাই কাপড় উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৯ জুলাই) উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বিল কাচিনা গ্রামের ইউসুফের নির্মাণাধীন একটি টিনের ঘর থেকে ওই কাপড়গুলো উদ্ধার করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ।

পরে তিনি কাপড়গুলো ইউনিয়ন পরিষদে নিয়ে যান। কালিহাতী থানা পুলিশকে খবর দিলে থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল করিম ইউনিয়ন পরিষদে গিয়ে কাপড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ বলেন, সকালে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিলকাচিনা গ্রামের চা বিক্রেতা ইউসুফের বাড়ি থেকে আমি কাপড়গুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে থানায় জানাই। পুলিশ এসে কাপড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালিহাতী থানার (এসআই) আব্দুল করিম বলেন, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে ইউনিয়ন পরিষদ থেকে কাপড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। সেখানে ৯৮১টি কাপড় রয়েছে। যার মধ্যে ধুতি, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস ও বিছানার চাদর রয়েছে। যার আনুমানিক মূল্য অন্তত চার লাখ টাকার মতো । ধারণা করছি এগুলো কোন দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরি করে নিয়ে আসে। 


   আরও সংবাদ