ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

লিনটেল ঢালাই ভেঙ্গে দিয়েছে প্রকৌশল বিভাগ

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৯১ বার


লিনটেল ঢালাই ভেঙ্গে দিয়েছে প্রকৌশল বিভাগ

বখতিয়ার রহমান,পীরগঞ্জ (রংপুর) ঃ রংপুরের পীরগঞ্জে নিম্নমানের কাজ করায় নির্মাণাধীন প্রাথমিক বিদ্যালয়ের লিনটেল ঢালাই ভেঙ্গে দিয়েছে পীরগঞ্জ প্রকৌশল বিভাগ। গত শনিবার উপজেলার তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পীরগঞ্জ প্রকৌশল বিভাগ (এলজিইডি) দরপত্রের মাধ্যমে পিইডিপি-৪ প্রকল্পের আওতায় উপজেলার তুলারামপুর সরকারি প্রাথমিক ৯৮ লক্ষ ২৯ হাজার টাকা বরাদ্দে বিদ্যালয়ের ৪ তলা ভিত্তি প্রস্তরের ১ম তলা সম্পন্নের কার্যাদেশ দেয়। রংপুরের মেসার্স তাহিদী কন্সট্রাকশন ওই ভবন নির্মাণের কার্যাদেশ প্রাপ্ত হন। কিন্তু ওই ঠিকাদারী প্রতিষ্ঠান নিজে কাজটি না করে স্থানীয় ঠিকাদার খালাশপীর বন্দরের এনামুল হকের নিকট কাজটি বিক্রি করে দেন। শুরু থেকে কাজটিতে অনিয়ম হচ্ছিল । 

প্রতিনিয়ত অভিযোগ আসে এলাকাবাসীর কাছ থেকে । এদিকে গত জুনের শেষ সপ্তাহে প্রকৌশল বিভাগকে অবহিত না করেই ওই ভবনের লিনটেল ঢালাই সম্পন্ন করা হয় । চলতি মাসের ৭ তারিখে ওই লিনটেল ঢালাইয়ের সাটারিং খুলে দেয়া হয়। এ সময় কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসী।

বিষয়টি উপজেলা প্রকৌশল বিভাগ অবহিত হলে তদন্তের পর উপজেলা প্রকৌশলী মশিউর রহমান লিনটেল ঢালাই ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করে। এ নির্দেশের পরিপ্রেক্ষিতে শনিবার উপসহকারী প্রকৌশলী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগীতায় নিলটেল ঢালাই ভেঙ্গে দেয়।

সাব-ঠিকাদার এনামুল হক জানান, ঢালাইয়ে ৪ টি ১২ এম.এম রড ব্যবহার করার কথা। কিন্তু মিস্ত্রি ভূল করে ২ টা ১০ এম.এম ও ২ টা ১২ এম.এম রড দিয়েছে। এজন্য অফিস লিনটেল ঢালাই ভেঙ্গে দিয়েছে।

কাজটির তদারকী কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, আমার স্ত্রী ও মেয়ে সড়ক দূর্ঘটনায় আহত হওয়ায় আমি তাদের চিকিৎসায় ব্যস্ত থাকার সুযোগে ঠিকাদার অনিয়ম করেছে।

এ বিষয়ে কথা হলে উপজেলা প্রকৌশলী মশিউর রহমান জানান, স্পেসিফিকেশন বহির্ভূত কাজ হওয়ায় এবং প্রকৌশল অফিসকে না জানিয়ে কাজ করায় তা ভেঙ্গে ফেলা হয়েছে।


   আরও সংবাদ