ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গুগল মিটে একগুচ্ছ নতুন ফিচার

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮১৩ বার


গুগল মিটে একগুচ্ছ নতুন ফিচার

আইটি:  একগুচ্ছ নতুন ফিচার যোগ হলো গুগল মিটে। এর মধ্যে রয়েছে এআর মাস্ক, ভিডিও ফিল্টার এবং পার্সোনাল কলের জন্য বিশেষ ইফেক্টস। এখন থেকে গুগল মিটে পার্সোনাল চ্যাটে ভিডিও ফিল্টার যোগ করা যাবে।

আইওএস এবং অ্যানড্রয়েড গ্রাহকদের ফোনে এই আপডেট ইতিমধ্যেই পৌঁছেছে। সম্প্রতি কোম্পানির অফিসিয়াল টুইটারে এই ঘোষণা করেছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট কোম্পানিটি। ভিডিও কল স্ক্রিনে ডান দিকে নিচে স্পার্কেল আইকনে ক্লিক করেই নতুন এই ফিচারগুলো ব্যবহার করা যাবে।

বিগত কয়েক মাস ধরেই গুগল মিট একের পর এক নতুন ফিচার যোগ হয়েছে। খুব সম্প্রতি আবার যুক্ত হয়েছে হ্যান্ড রেইজিং ফিচার। এর ফলে ভিডিও কনফারেন্সের সময় হাত তুলে সম্মতি জানানোর কাজ আরও সহজ হয়েছে। এছাড়াও, ভিডিও টাইটেলে যুক্ত হয়েছে অ্যানিমেনশন ও ভিজুয়াল আইকন।

ভিডিও কলে কেউ হাত তুললে, তাকে স্ক্রিনের এমন জায়গায় নিয়ে আসা হবে, যেন সেখানেই সকলের দৃষ্টি আকর্ষিত হয়। একটি আপডেটের মাধ্যমে মিটে এই ফিচার পাঠাতে শুরু করেছিল গুগল।


   আরও সংবাদ