নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৯৪ বার
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ লকডাউন চলাকালীন পোরশার বিভিন্ন গ্রাম থেকে আসা একদল তাবলীগ জামাতের সাথী স্বাস্থ্যবিধি মেনে পোরশা মিনা বাজার মারকাজ মসজিদে পর্যায়ক্রমে ২৪ ঘন্টা করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে দোয়া, তসবি, তাহলীল, ইস্তেগফার, জিকির, নফল নামাজ,ও কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন। এই ২৪ ঘন্টা ব্যাপী দোয়া সরকার ঘোষিত পহেলা জুলাই থেকে অদ্যবধি প্রতিদিন চলছে।
উক্ত দোয়ার অনুষ্ঠানে নোনাহার জিও পারিলা তিলনা চক গাংগুরিয়া পলাশবাড়ী সহ পোরশা গ্রামের তাবলীগের সাথী অংশগ্রহণ করেন।
উক্ত দোয়ার জামাতে শাহ্ মোঃ নুরনবী মাস্টারকে আমির নিযুক্ত করা হয়েছে এবং তার অনুমতিক্রমে শৃংখলার সাথে তসবি তাহলীল নফল নামাজ তালিম কোরআন তেলাওয়াত সহ দুনিয়ার মুসলমানদের কে করোনাভাইরাস থেকে রক্ষা করার জন্য সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছেন। যেন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ক্ষমা করে দেন ও এই বৈশ্বিক মহামারী তুলে নেন।
এক তাবলীগের সাথীর সাথে কথা বলে জানা যায় বিশ্বে পাপ পঙ্কিলতা বৃদ্ধি পেলে এরূপ মহামারী আল্লাহ নাযিল করে থাকেন। তাই তারা আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকার সকল মুসলমানের প্রতি অনুরোধ করেন ও আল্লাহর এবাদত করার পরামর্শ প্রদান করেন।
লকডাউন চলাকালীন এ দুয়া তারা চালিয়ে যাবেন বলে জানান।