ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৪২ বার
আন্তর্জাতিক ডেস্ক:- প্রবল বৃষ্টিতে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ে ভূমিধসে দু’টি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে অন্তত ১৫ জন মারা গেছেন। শনিবার রাতের এ ঘটনায়, এখনও বেশ কয়েক জন ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। খবর এনডিটিভির।
অন্য দিকে বিক্রোলিতে চারজনের মৃতদেহ পাওয়া গেছে। আরও দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে বলেই জানিয়েছে পুলিশ। গত শুক্রবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় মুম্বাইয়ে। এতে নগরীর অনেক এলাকা পানিতে তলিয়ে যায়।