ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬১৭ বার
আন্তর্জাতিক ডেস্ক:- এর আগে এমন ভয়াবহ বন্যা খুব কমই দেখেছে পশ্চিম ইউরোপের দেশগুলি। ভয়াবহ এই বন্যায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত পশ্চিম ইউরোপের কয়েকটি দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। এখন নিখোঁজ রয়েছেন অনেকে।
এদিকে বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। বন্যায় সৃষ্ট জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনা অপসরণে কাজ শুরু করেছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জার্মানি এবং বেলজিয়ামের বাসিন্দারা। তবে, ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।
পরিদর্শকরা বলছেন, জার্মান শহরের দক্ষিণ-পশ্চিমে একটি বাঁধের বড় অংশের অবস্থা নাজুক। তাই নদীর কূলবর্তী বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। অনেককে বাড়ি ছেড়ে অন্যত্র যেতে বলা হয়েছে।
স্মরণকালের এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানি। দেশটির পশ্চিমাঞ্চলে ঝড়, ভারী বৃষ্টিপাত ও বন্যায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেলজিয়ামে ২৭ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।