ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

 উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৫৬ বার


 উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন

আকমাল হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন উপজেলা পরিষদ চত্বর এলাকায় করা হয়েছে।

নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈকত দাস, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়েব খাঁন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সকল কর্মকর্তা, কর্মচারী, সাবংবাদিক, সূধীজন প্রমূখ।

এলজিইডি পত্নীতলার বাস্তবায়নে ৪কোটি ৮৪লক্ষ ৮৭হাজার ৬১৫টাকা ব্যয়ে উক্ত নতুন ভবন নির্মান করা হয়েছে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানাগেছে।


   আরও সংবাদ