ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭০৭ বার
আইন আদালত:- রাজধানীর তোপখানায় ১২ বছর বয়সী শিশু গৃহকর্মী সুইটিকে নির্যাতনের মামলায় গ্রেফতার তানভীর আহসান পাভেল ও তার স্ত্রী নাহিদ জাহান আঁখিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন করে রিমান্ডে পাঠানো হয়েছে। রোববার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
এ সময় আসামিদের পক্ষে রিমান্ড বাতিলের আবেদন করা হলে তা নাকচ করা হয়।
গত ৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই জাহাঙ্গীর হোসেন ৫৪ ধারায় গ্রেফতার করা এবং কারাগারে থাকা এ দম্পতিকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। তদন্ত কর্মকর্তা এই দম্পতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের আবেদন করেছিলেন।
তোপখানা রোডের বাসা থেকে পাভেল ও নাহিদ দম্পতিকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে গত ৪ জুলাই আদালতে পাঠিয়েছিল পুলিশ। এরপর থেকে তারা কারাগারে আছেন। ওই দম্পতির বাড়িতে কিশোরগঞ্জ মিঠামইনের গাড়ির মেকানিক শহিদ মিয়ার মেয়ে কাজ করত।
অভিযোগ উঠেছে, মেয়েটিকে লাঠি দিয়ে হাত, পা, পিঠ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের পাশাপাশি মশা মারার ইলেকট্রিক ব্যাট দিয়ে শকও দেয়া হয়।
৩ জুলাই মেয়েটি পালিয়ে কাছের আরেকটি বাসায় আশ্রয় নেয়। তারা ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং তার কাছে অভিযোগ শুনে পাভেল ও নাহিদকে গ্রেফতার করে। মেয়েটির বাবা শহিদ খবর পেয়ে ঢাকায় এসে শাহবাগ থানায় মামলা করেন।