ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পোরশায় পালিত হচ্ছে কঠোর লকডাউন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭২০ বার


পোরশায় পালিত হচ্ছে কঠোর লকডাউন

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ করোনায় মৃত্যুর হার দিন দিন বৃদ্ধি পাওয়ায় সরকার ২৩ শে জুলাই থেকে ৫ অগাস্ট কঠোর থেকে কঠোরতর লকডাউন ঘোষণা করেন। প্রেক্ষিতে আজ শুক্রবার পোরশা এলাকায় বিভিন্ন বিধি নিষেধ উল্লেখ করে রাস্তায় রাস্তায় লকডাউন পালনের ঘোষণা করা হয়। তা সত্ত্বেও সকাল থেকে দেখা যায় চার্জার ভ্যান ভটভটিতে করে মানুষের অবাধ চলাফেরা।

প্রায় বেলা ১১ টায় ভ্রাম্যমাণ আদালত নামলে সারাইগাছি মোর নোচনাহার বাজার সিসা বাজার লকডাউন এর বিধি নিষেধ অমান্য করে যে সব দোকানপাট খোলা ছিল ও চার্জার ভ্যান মোটরসাইকেলে যাত্রী চলাচল করছিলেন এ দিক সে দিক তারা পালিয়ে যান ও দোকানপাট বন্ধ করেন। মোবাইল কোট তাদেরকে অর্থ দন্ড প্রদান করেন। এবং যেসব মোটরসাইকেল যাত্রী বিনা কারণে বেরিয়ে আসছেন তাদের কাছ থেকেও অর্থ আদায় করা হয়।

সারাইগাছি মোড় থেকে সকাল ছটা থেকে প্রায়ই দশটা পর্যন্ত আড্ডা অভিমুখে নিতপুর অভিমুখে মহাদেবপুর অভিমুখেও সাপাহার অভিমুখে সিএনজি অটোরিকশায় অধিক ভাড়ায় গাদাগাদি করে যাত্রী চলাচল করতে দেখা গেছে।

কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে যখন বিধি নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় তখন উক্ত স্থানগুলোতে ওইসব যানচলাচল সহযাত্রী শূন্য হতে শুরু করে । পথিমধ্যে এক মহিলা যাত্রী কে প্রশ্ন করলে তিনি মহিলা পুলিশ বলে দাবি করেন এবং তিনি সিএনজিতে করে আড্ডা অভিমুখে যান সাংবাদিক তার ছবি তুললে তিনি ছবি তুলতে নিষেধ করেন।

উপজেলা নির্বাহি অফিসার নাজমুল হামিদ রেজা ও সহকারি কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন সহ পোরশা থানা পুলিশ আনসার এ ব্রাম্মমান আদালত পরিচালিত হয়।


   আরও সংবাদ