ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৬৯ বার
আন্তর্জাতিক ডেস্ক:- চীনের বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ের দিকে ধেয়ে আসছে টাইফুন ইন-ফা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার বিকালে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। এই কারণে বাইরের সব কাজ বন্ধ রাখতে বলেছে কর্তৃপক্ষ। যার কারণে সাংহাইয়ের দুটি বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
চীনের জাতীয় আবহাওয়া সংস্থা ঘোষণা করেছে, ‘সাংহাইয়ের দক্ষিণে অবস্থিত ঝেজিয়াং প্রদেশে রবিবার বিকালে আঘাত হানতে পারে ইন-ফা। এসময় ২৫০-৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আপাতত কারো ঘরের বাইরে যাওয়ার দরকার নেই।’
এমন সময় ঘূর্ণিঝড় ইন-ফা আসছে যখন চীনের মধ্যাঞ্চলে রেকর্ড বন্যায় ৫৮ জন মারা গেছে। রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে, ১ মিলিয়নেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
ঝেজিয়াং প্রদেশে কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ইউয়ান জিয়াজুয়ান বলেছেন, ‘মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে ও দুর্যোগে ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যাতে ঝড়ে কোনো মানুষ মারা না যায় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব।’