ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বনভূমি পুড়িয়ে আগুন ঢুকেছে রাজধানীর লোকালয়েও

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৯৭ বার


বনভূমি পুড়িয়ে আগুন ঢুকেছে রাজধানীর লোকালয়েও

 

ইউরোপে ইতালি স্পেনের পর এবার দাবানলের কবলে গ্রিস প্রচণ্ড দাবদাহের মধ্যে রাজধানী এথেন্সের কাছে একটি জঙ্গল থেকে ছড়ায় আগুন৩০ কিলোমিটার বনভূমি পুড়িয়ে আগুন ঢুকেছে রাজধানীর লোকালয়েও। পুড়েছে ঘরবাড়ি, গাড়ি, খামারসহ প্রচুর সম্পদ। ধোঁয়ায় ছেয়ে গেছে এথেন্সের বিশাল এলাকা। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকশ কর্মী

এদিকে, দাবানল ছড়িয়েছে স্পেনের কাতালোনিয়া প্রদেশেও। পুড়েছে চার হাজার একর বনভূমি। এলাকা ছেড়েছে হাজারো বাসিন্দা। জারি করা হয়েছে জরুরি অবস্থা। তবে বৃষ্টিপাতে কিছুটা কমেছে আগুনের তীব্রতা। কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুন দেখছে দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগ বাড়ছে বিশ্বে


   আরও সংবাদ