ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আফগানিস্তানে আসন্ন তালেবান ক্ষমতাদখলের পরিণাম

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬২৯ বার


আফগানিস্তানে আসন্ন তালেবান ক্ষমতাদখলের পরিণাম

আগামীকাল ৩১ জুলাই (২০২১) বিকেল ৩টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আফগানিস্তান বিষয়ে এক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে। আলোচনার বিষয় হচ্ছে: ‘আফগানিস্তানে আসন্ন তালেবান ক্ষমতাদখলের পরিণাম’। সভাপতিত্ব করবেন ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি লেখক সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার কবির।

এই আন্তর্জাতিক সম্মেলন বক্তব্য প্রদান করবেন যুক্তরাষ্ট্রের আফগান ইন্টেলেকচুয়ালস গেøাবাল কমিউনিটির সভাপতি, আফগান বিশেষজ্ঞ লেখক ড. শাহী সাদাত, ব্রাসেলসের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সাবেক এমইপি, মানবাধিকার নেতা পাওলো কাসাকা, সুইডেনের উপসালা ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন-এর অ্যাটর্নি মোনা স্ট্রিন্ডবার্গ, প্যারিসের ইনস্টিটিউট ডি রিসার্চ এট ডিটিউডস স্ট্র্যাটেজিকস ডি খাইবার (আইআরইএসকে)-এর সভাপতি পশতুন লেখক সাংবাদিক ফজল-উর রেহমান আফ্রিদি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজনীতিবিদ ফজলে হোসেন হোসেন বাদশা এমপি, ইনস্টিটিউট অফ কনফ্লিক্ট, ল অ্যান্ড ডেভলপমেন্ট স্টাডিস বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক নিরাপত্তা বিশ্লেষক অব. মেজর জেনারেল আবদুর রশিদ, ব্রিটিশ মানবাধিকার নেতা এবং নির্মূল কমিটির বহুভাষিক সাময়িকী জাগরণ-এর ইংরেজি বিভাগের সম্পাদক কলামিস্ট জুলিয়ান ফ্রান্সিস, ভারতের পাইওনিয়ার-এর উপদেষ্টা সম্পাদক লেখক সাংবাদিক হিরন্ময় কার্লেকার, পাকিস্তানের মানবাধিকার নেত্রী লেখক তাহিরা আবদুল্লাহ, যুক্তরাজ্যের ওয়ার্ল্ড সিন্ধি কংগ্রেস-এর সাধারণ সম্পাদক মানবাধিকার নেতা ড. লাকুমাল লুহানা, যুক্তরাজ্যের রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক ক্রিস বø্যাকবার্ন, নির্মূল কমিটি সর্ব ইউরোপীয় শাখার সভাপতি তরুণ কান্তি চৌধুরী, নির্মূল কমিটির সর্বইউরোপীয় শাখার সাধারণ সম্পাদক আনসার আহমদ উল্লাহ ও জাতিসংঘের শিশু অধিকার সম্পর্কিত কমিটির সদস্য ফয়সাল হাসান তানভীর


   আরও সংবাদ