ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আবারও কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৮৭ বার


আবারও কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা

কিউবার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার উত্তরসূরিদের নীতি অনুসরণ অব্যাহত রেখেছেন এর অংশ হিসেবে নতুন করে কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট বাইডেনমার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল শুক্রবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, কিউবার পুলিশ বাহিনী এবং এর দুজন নেতার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন সরকার দাবি করছে, কিউবায় সম্প্রতি যে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে তাতে দেশটির পুলিশ বাহিনী নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করেছেকিউবায় গত ১১ জুলাই থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় এবং কয়েকদিন তা অব্যাহত ছিল। কিউবা সরকার এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই বিক্ষোভের পেছনে কিউবা-বিরোধী বৈদেশিক শক্তির হাত ছিল


   আরও সংবাদ