ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মহামারি থেকে পরিত্রাণ পেতে এখন একমাত্র অবলম্বন টিকা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৩৯ বার


মহামারি থেকে পরিত্রাণ পেতে এখন একমাত্র অবলম্বন টিকা

বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল ৭৮৮ কোটি ৩০ লাখ পুরো পৃথিবী এখন করোনা মহামারিতে আক্রান্ত চিকিত্সা বিজ্ঞানীরা বলছেন, এই মহামারি থেকে পরিত্রাণ পেতে এখন একমাত্র অবলম্বন টিকা কোভিড-১৯ প্রতিরোধকল্পে টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে গত আট মাসে বিশ্বে ৪০৭ কোটির বেশি মানুষের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছেএর মধ্যে বিশ্বে ১১২ কোটি মানুষকে দুই ডোজ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপি ব্লুমবার্গ জানায়, বৈশ্বিক টিকাদান কার্যক্রম কিছুটা ধীরগতিতে হয়েছে। এর মধ্যে প্রথম ১০০ কোটি ডোজ টিকা দিতে সময় লেগেছে ১৪০ দিন। দ্বিতীয় ১০০ কোটিতে সময় লেগেছে ৪০ দিনএরপর ১০০ কোটি ডোজ দিতে সময় লেগেছে ২৬ দিন এবং সর্বশেষ ১০০ কোটি ডোজ টিকা দিতে সময় লেগেছে ৩০ দিন ৪০০ কোটি ডোজের মধ্যে বিশ্বে সবচেয়ে বেশি ১৬২ কোটি ডোজ দেওয়া হয়েছে চীনে চীনে মোট জনসংখ্যা এখন ১৪৪ কোটি ৫৩ লাখ চীনের শতকরা প্রায় ৫৮ ভাগ লোককে টিকা দেওয়া হয়েছেভারতে ৪৫১ মিলিয়ন এবং যুক্তরাষ্ট্রে ৩৪৩ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে। এছাড়া ব্রাজিলে ১৩৮ মিলিয়ন, জার্মানিতে ৯১ মিলিয়ন, যুক্তরাজ্যে ৮৪ মিলিয়ন এবং জাপানে ৮২ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে জনসংখ্যার ৭০ শতাংশকে ভ্যাকসিনের পুরো ডোজ প্রদান প্রায় সম্পন্ন হয়েছেউরুগুয়ে এবং বাহরাইন উভয় দেশেই ৬০ শতাংশের বেশি জনসংখ্যাকে ভ্যাকসিন প্রদান সম্পন্ন করেছে এদিকে কাতার, চিলি, কানাডা, ইসরাইল, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, মঙ্গোলিয়া, ডেনমার্ক বেলজিয়ামে জনসংখ্যার অর্ধেকের বেশি লোককে ভ্যাকসিন প্রদান সম্পন্ন হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী পর্যন্ত বাংলাদেশে কোটি ৩৬ লাখের বেশি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে


   আরও সংবাদ