ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৯৫৮ বার


পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

আকমাল হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ ৯আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে পত্নীতলায় আদিবাসী যুব পরিষদের উদ্যোগে রবিবার বিকেলে যুব পরিষদ পত্নীতলা অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আদিবাসী যুব পরিষদ পত্নীতলার সভাপতি পরেশ টুডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আদিবাসী প্রতিষ্ঠার নতুন সামাজিক অঙ্গিকারের আহ্বান জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নরেন পাহান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গনমাধ্যমকর্মী দিলিপ চৌহান, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, এনজিও সংস্থা ব্রতীর প্রতিনিধি বাবর আলী, ডাসকের প্রতিনিধি জাহিদ আলী, পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিরিশ টপ্য, আদিবাসী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলিপ পাহান, জাতীয় আদিবাসী পরিষদ মান্দার আইন সম্পাদক হেমন্ত পাহান, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক পরিতোষ পাহান, জাতীয় আদিবাসী পরিষদ পোরশার সাধারণ সম্পাদক অস্থিচন পাহান, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পলাশ পাহান, সদস্য অনিল গজার, আদিবাসী ছাত্র পরিষদ পত্নীতলার সুজিত পাহান প্রমূখ। এসময় আদিবাসী সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ