স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৮৫ বার
স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহারে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের জিরোপয়েন্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
পরে উপজেলা চত্বরে বৃক্ষ রোপন শেষে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় ১৫ই আগষ্টে শাহাদাত বরনকারী সকল শহীদদের স্বরণে ১মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসটির উপর গুরুত্বারোপ রেখে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ , মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার, বিশিষ্ট সমাজসেবক নুরল হক মাস্টার, সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম প্রমূখ।