ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৫৬ বার
বখতিয়ার রহমান,পীরগঞ্জ (রংপুর): ৪৬তম শাহাদত বার্ষিকী বাঙালী জাতির গভীর শোকাবহ দিন। এদিন আমরা পরম প্রিয় জাতির পিতাকে হারিয়েছি, তার ব্যক্তিত্বকে হারিয়েছি। কাজেই তাঁর যে আদর্শ, সেই আর্দশকে সামনে রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে ভুমিকা রাখতে হবে।
গত রোববার বিকেলে উপজেলার বড়আলমপুর ও চতরায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়ালী বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
স্পিকার তার বক্তব্যে আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে গভীরভাবে ভালবাসতেন বলেই বঙ্গবন্ধু এ জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর সাহস, আপোষহীনতা, দেশপ্রেম ও মানুষের জন্য ভালবাসা এই গুণ গুলোকে আমরা ধারণ ও বাস্তবায়ন করতে পারলেই বঙ্গবন্ধুর প্রতি পরিপূর্ণ সম্মান জানাতে পারব। এসময় স্পিকার বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগকে সংগঠিত করতে তৃণমূল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ।
বড়আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার ও চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক হাসান আলী প্রধানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সদস্য রাকিবুল ইসলাম নয়ন, বড়আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান, বড়আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল মিয়া মাস্টার, চতরা ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক শাহীন, চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাবেক ছাত্রনেতা হাফিজ আব্দুন নূর সোহেল, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান সেলিম সহ অনেকে উপস্থিত ছিলেন।