ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি মোহাজের সম্পত্তি নিয়ে সৃষ্ট জটিলতা

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪৭১ বার


দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি মোহাজের সম্পত্তি নিয়ে সৃষ্ট জটিলতা

বখতিয়ার রহমান,পীরগঞ্জ (রংপুর):পীরগঞ্জে মোহাজের পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ক্রয়কৃত/অধিগ্রহণকৃত সম্পত্তির হালনাগাদ তথ্য সংক্রান্ত ‘প্রাতিষ্ঠানিক গণশুনানী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের অনন্তরামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনিুষ্ঠিত হয়। 

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় এ সভাপতিত্বে এ গণ শুনাণীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক। 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মাহবুবার রহমান, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, রংপুর এর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট রায়হান কবির, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা টিএম আকতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দীন ভ‚ঞা জনী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ, রবিউল ইসলাম, আতাউর রহমান মন্ডল, রবিউল ইসলাম রবি ও মোহাজের সম্পতি ভোগদখলকারী অনেক এলাকাবাসী ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক তার বক্তব্যে বলেন, অবৈধ ভাবে মোহাজের সম্পত্তি ভোগদখলের কোনই সুযোগ নেই। মোহাজের সম্পতি নিয়ে দীর্ঘ দিনের যে জটিলতা চলছে এর অবসান হওয়া দরকার । তাই আমরা এ ব্যাপাওে উদ্যেগ গ্রহন করেছি । আমরা আলোচনা সাপেক্ষে মোহাজের পরিবার গুলোকে পুনর্বাসনের চেষ্টা করবো।

উল্লেখ্য,পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের ৫টি মৌজায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় প্রায় ৮শ’ ৭৩ একর জমি রয়েছে


   আরও সংবাদ