বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১১৭২ বার
রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরার উপর চলমান নিষেধাজ্ঞা আরও ১০ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করেছে স্থানীয় প্রশাসন। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জেলেরা ১ সেপ্টেম্বর থেকে মাছ ধরতে পারবে।
এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) বিপণন ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম।
গতকাল এ প্রসঙ্গে তিনি জানান, মাছের নিরাপদ প্রজনন এবং পানির স্তর বাড়ানোর জন্য কাপ্তাই লেকে জাল ফেলা, মাছ বিক্রি ও পরিবহনের উপর আরোপিত নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে স্থানীয় প্রশাসন, ১ মে থেকে কাপ্তাই লেকে জাল ফেলা, মাছ বিক্রি ও পরিবহনের উপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছিল।কার্প মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করার জন্য জারি করা এ নিষেধাজ্ঞার মেয়াদ পরবর্তীতে দুই দফায় বাড়ানো হয়।
উল্লেখ্য, প্রতি বছর মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে কাপ্তাই লেকে মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনে তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করে থাকে সরকার।