স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১০৩৫ বার
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের আওতাভুক্ত চড়া কেশবপুর গ্রামের এমাজুল ইসলাম এর স্ত্রী দুই সন্তানের জননী মোছাঃ আশুরা বেগম ২২/০৮/২১ ইং সকাল ৮ ঘটিকায় হাসপাতালে পৌঁছার পর মারা যান।
প্রতিবেশী ও আত্মীয়দের বর্ননা অনুযায়ী মৃত আশুরা বেগম সকাল ৬:৩০ ঘটিকাতে কচুর পোকা মাকড় মারার ঔষধ নাম শাহিন লিকুইড( লিকুইড যাহা কৃষি ফসলের জন্য ব্যবহৃত হয়) খেয়ে ফেলেন, তারপর আশুরা বেগম এর নিজ পরিবারের লোকজন বিষ খাওয়ার কথা জানতে পারেন। জানার পর প্রতিবেশী ও আত্মীয়- স্বজনদেের সহযোগিতায় দ্রুততার সহিত মোসাম্মদ আশুরা বেগম কে মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে পৌঁছানোর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশুরা বেগম কে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন, ময়না তদন্তের জন্য মৃত আশুরা বেগম কে হত্যা, না আত্মহত্যা, নিরূপণের জন্য তাঁকে জয়পুরহাট প্রেরণ করেন, ময়নাতদন্ত শেষে মৃতকে পিতার পারিবারিক কবরস্থান পলাশ গড়ে দাফন করা হবে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব কে ঘটনা সম্বন্ধে জানতে চাইলে তিনি ঘটনাটি সত্য হিসেবে নিশ্চিত করেন।