বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৯৩২ বার
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলা চালানো এবং পরবর্তীতে পুলিশের সাথে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে সারাদেশ জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
সম্প্রতি সময়ের এই ঘটনা নিয়ে ক্ষমতাসীন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়েছিলেন। অবশেষে সমঝোতার মাধ্যমে দেশজুড়ে আলোচিত সেই ঘটনার ইতি টানা হলো।
বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক বৈঠকে রোববার (২২ আগস্ট) দিবাগত রাতে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানকে নিয়ে বিষয়টি মিমাংসা করা হয়। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি গণমাধ্যম কর্মীদের দেওয়া হয়নি।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ওই বৈঠকে ছিলেন, বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন কবির, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছিলেন, ‘বরিশালের ঘটনা ভুল বোঝাবুঝি হয়েছে, শিগগিরই সমস্যার সমাধান হচ্ছে। অবশেষে রাতেই সেই সমাধান এলো।