নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮২৩ বার
সাকলায়েন মতিন উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃস্বামীর খোঁজে স্ত্রী রিতা খাতুন (৩০)নীলফামারী হতে উল্লাপাড়ায়।তিনি ডোমার উপজেলার পাঙ্গা চৌপতি গ্রামের মো.হামিদুল ইসলামের মেয়ে। তার পাঁচ বছরের একটি কন্যা ও সাত মাস বয়সের একটি ছেলে সন্তান রয়েছে।
ঘটনার বর্ণনায় জানাযায়, প্রায় ৮ বছর আগে উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়া গ্রামের রবিউলের সাথে তার বিয়ে হয়। এ সুবাদে তার কোলে দুটি সন্তানের জন্ম হয়।তিনি আরো জানান, রবিউল কাজের সন্ধানে নীলফামারীর ডোমারে আসেন। সেখানে কিছুদিন জামাই পিঠার ব্যবসা করেন। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানে রাজমিস্ত্রীর যোগাড়ের কাজ নেয়। এক পর্যায়ে ৫০ হাজার টাকা দেনমোহরে তাদের কাজী অফিসে রিতার বাবা -মায়ের উপস্থিতিতে বিয়ে হয়। ঐ সময়ে তার ভোটার কার্ডে উল্লিখিত ঠিকানা ছিল ঝিকিড়া উল্লাপাড়া। বিয়ের পরে তারা ডোমার এলাকায় বাসা ভাড়া করে থাকে।
এ সময়ের মধ্যে দ্বিতীয় সন্তান গর্ভে থাকা অবস্থায় ঢাকায় কাজের কথা বলে উধাও হয়ে যায়। ভুক্তভোগী নিরুপায় হয়ে স্বামীর খোঁজে উল্লাপাড়ায় আসে। কিন্তু যাকেই জিজ্ঞেস করে সেই বলে রবিউল নামে এই মহল্লায় কেউ থাকে না। হতাশ হয়ে তাকে নিরবে চোখের জল ফেলতে দেখা যায়। তিনি তার স্বামীর সন্ধান চান।