ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আগামীকাল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্তর্জাতিক অনলাইন সম্মেলন

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৯৫৩ বার


আগামীকাল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্তর্জাতিক অনলাইন সম্মেলন

আগামীকাল ০৫ সেপ্টেম্বর (২০২১) বিকেল ২টায় ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ এক আন্তর্জাতিক অনলাইন সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের আলোচ্য বিষয়: ‘আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল: সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধের আহŸান’। ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে সম্মেলনের প্রস্তাব উপস্থাপন করবেন অস্ট্রেলিয়ার আফগান মানবাধিকার আইনজীবী কোবরা মোরাদি।

সম্মেলনে বক্তব্য প্রদান করবেন আফগান ইন্টেলেকচুয়ালস গ্লোবাল কমিউনিটি-এর প্রেসিডেন্ট মানবাধিকার নেতা ও লেখক শাহী সাদাত, বেলজিয়ামের এক্সিকিউটিভ ডিরেক্টর অব সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম-এর নির্বাহী পরিচালক ও প্রাক্তন এমইপি পর্তুগিজ রাজনীতিবিদ পাওলো কাসাকা, ভারতের ডেইলি পাইওনিয়ার-এর উপদেষ্টা সম্পাদক লেখক সাংবাদিক হিরন্ময় কার্লেকার, যুক্তরাষ্ট্রের ইরানি নারী অধিকার কর্মী সাংবাদিক বানাফসে যানদ, সুইডেনের ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন-এর মানবাধিকার নেত্রী এ্যাটর্নি মোনা স্ট্রিন্ডবার্গ, সুইস ইন্টার-স্ট্রাটেজি গ্রæপ-এর কম্যুনিকেশনস-এর ডিরেক্টর রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক ক্রিস বø্যাকবার্ন, পাকিস্তানের নারী অধিকার ও শান্তি কর্মী, “তেহরিক-ই-নিশওয়ান”-এর সভাপতি ধ্রæপদী নৃত্যশিল্পী সীমা কেরমানি, তুরস্কের আর্থ সিভিলাইজেশন প্রজেক্ট-এর প্রতিষ্ঠাতা কবি ও নাট্যকার তারিক গুনারসেল, ফ্রান্সের খাইবার ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর প্রেসিডেন্ট মানবাধিকার নেতা, লেখক সাংবাদিক ফজল উর রহমান আফ্রিদি, যুক্তরাজ্যের ওয়ার্ল্ড সিন্ধি কংগ্রেস-এর সাধারণ সম্পাদক মানবাধিকার নেতা ড. লাকুমাল লুহানা, সুইজারল্যান্ডের বেলুচ ভয়েস অ্যাসোসিয়েশন-এর সভাপতি মানবাধিকার নেতা মুনির মেঙ্গল, তুরস্কের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ থিয়েটার ক্রিটিক-এর ভাইস প্রেসিডেন্ট লেখক, শান্তি কর্মী ও নারী অধিকার নেত্রী জেনেপ ওরাল, ফোরাম ফর সেকুলার নেপাল-এর সভাপতি রাষ্ট্রদূত যুবনাথ লামসাল, ফোরাম ফর সেকুলার ইজিপ্ট এ্যান্ড মিডল ইস্ট-এর সভাপতি লেখক সাংবাদিক মহসিন আরিশি, আফ্রো-এশিয়ান পিপলস সলিডারিটি অর্গানাইজেশন-এর প্রাক্তন সেক্রেটারি জেনারেল শ্রীলঙ্কার মানবাধিকার নেতা আরিয়াদাসা বিদ্যাসেকেরা, ঘানার মানবাধিকার নেত্রী সাংবাদিক মারিয়াম ইয়াং, উজবেকিস্তানের উইঘুর মানবাধিকার কর্মী সাংবাদিক সাবো কোসিমোভা, বিন দাউদ ফাউন্ডেশন-এর সিইও ও ওয়ান ইয়ং ওয়ার্ল্ড-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর আফগান মানবাধিকার নেতা সাবুর শাহ দাউদজাই


   আরও সংবাদ