ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিনামূল্যে পাটবীজ বিতরণ চাষীদের মাঝে

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১০৫২ বার


 বিনামূল্যে পাটবীজ বিতরণ চাষীদের মাঝে



কামরুল হাসান, কালিহাতী (টাঙ্গাইল): টাঙ্গাইলের কালিহাতীতে চাষীদের মাঝে বিনামূল্যে ভিত্তি নাবী পাটবীজ, রাসায়নিক সার, কীটনাশক ও মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। 

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২১-২২ উৎপাদন মৌসুমে প্রকল্পভূত নির্বাচিত পাট বীজ উৎপাদনকারী চাষীদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা মামুন ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফারুকুজ্জামান প্রমুখ।

উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফারুকুজ্জামান জানান ১০০ জন চাষীদের মাঝে ভিত্তি নাবী পাটবীজ, রাসায়নিক সার, কীটনাশক ও ২০ জন চাষীদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়।


   আরও সংবাদ