বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২১ ১৪:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৮৪ বার
দিনাজপুরের বিরামপুরে ফজিলা খাতুন নার্সারীর উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বজ্রপাতের দুর্ঘটনা থেকে রক্ষাপেতে জোতবানী ইউনিয়নের দেউল খাড়ির ধারে দুই শতাধীক তালবীজ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১ টায় "ফল খাই বল পাই - আসুন ফলের গাছ লাগায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার জোতবানী ইউনিয়নের কেটরা গ্রামে ফজিলা খাতুন নার্সারীর উদ্যোগে তালবীজ রোপণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষিসম্প্রসারণ অফিসার দীনেশ চন্দ্র রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক দিনবদলের সংবাদ পত্রিকার বিরামপুর প্রতিনিধি মিজানুর রহমান, ইউপি সদস্য নূর নবী নয়ন, মাহাবুর রহমান, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, শিক্ষিকা সুলতানা পারভীন প্রমুখ।