স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৫০ অপরাহ্ন | দেখা হয়েছে ১০৫৩ বার
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ করোনা মহামারীতে দুস্থ, অসহায় ও নিঃস্ব ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি, মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন এর রোলমডেল স্বাধীনতার পর থেকে অদ্যবধি যে ভাবে উন্নয়ন করেছেন এবং করে যাচ্ছেন কোন সরকার তা করতে পারে নি। কোভিড-১৯ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং সারা দেশের জনগণের জন্য বিভিন্ন দেশ থেকে টিকা ক্রয় করছেন। যাতে সবাই টিকা গ্রহণ করতে পারে। এক স্বার্থনেষী মহল বলে ছিলো কোভিড-১৯ এ কমপক্ষে ২ কোটি মানুষ না খেয়ে মা-রা যাবে আল্লাহর রহমতে সেটা হয়নি।
বিদেশের তুলনায় বাংলাদেশ এখন অনেক ভালো। হতদরিদ্র পরিবারের লোকজন আজ অনেক সুখে শান্তিতে বসবাস করছে। ঝড়ে ক্ষতি গ্রস্ত, মা ও শিশু সহায়তা, মাসকালাই, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান, ত্রাণ সামগ্রী বিতরণী কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ বুধবার বেলা দশটা সারাইগাছি আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে ত্রাণ বিতরণ করে উপজেলা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বেলা ১১ টায় উপস্থিত হন । বক্তব্যের মাঝে মন্ত্রী দেশের জনগণকে দেশকে ভালোবাসার পরামর্শ দেন এবং সোনার বাংলা গড়তে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কাজ করতে পরামর্শ দেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হামিদ রেজা এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা অধ্যক্ষ আলহাজ্ব শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও পোরশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কাজীবুল ইসলাম পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম খান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ স্ব স্ব বিভাগের কর্মকর্তা বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক ।