স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৫৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৭৯ বার
নওগাঁ, মান্দা প্রতিনিধি ( ডি, এম মালেক) নওগাঁ মান্দায় ২২ সেপ্টেম্বর/২০২১ খ্রিস্টাব্দে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা জাকির মুন্সী, সহকারী কমিশনার ভূমি, মান্দার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৫ জন শিক্ষার্থী ৩৫ টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহ করেন। প্রতিটি দলে ৩ জন শিক্ষার্থী ছিল। এই প্রতিযোগিতা থেকে ৮ টি দল নির্বাচন করে আগামী ২৭ সেপ্টেম্বর/২১ খ্রিস্টাব্দে মান্দা উপজেলা পরিষদের হল রুমে চুড়ান্ত বিজয়ী দল নির্বাচন করা হবে।
বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র ও জুনিয়র গ্রুপ অংশগ্রহণ করেন। জুনিয়র গ্রুপে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী এবং সিনিয়র গ্রুপে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি গ্রুপে ৫ জন করেে অংশগ্রহণ করেন। সিনিয়র ও জুনিয়র গ্রুপ মিলে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ
বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র ও জুনিয়র গ্রুপ অংশগ্রহণ করেন। জুনিয়র গ্রুপে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী এবং সিনিয়র গ্রুপে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি গ্রুপে ৫ জন অংশগ্রহণ করেন। সিনিয়র ও জুনিয়র গ্রুপ মিলে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার এস, এম আব্দুল লতিফের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বাক্কর সিদ্দিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহ আলম, মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু অনুপ কুমার মহন্ত।