ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হাইকোর্টে আগাম জামিন আবেদন আনভীরের

বিনোদন ডেস্ক


প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৪৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৯০ বার


হাইকোর্টে আগাম জামিন আবেদন আনভীরের

চলতি বছরের এপ্রিলে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি সায়েম সোবহান আনভীর আইনজীবী হাসান ইমামের মাধ্যমে এই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেন।

তিনি আরও জানান, বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে ২৯ সেপ্টেম্বর আবেদনের শুনানি হওয়ার কথা আছে।

তবে আইনজীবী হাসান ইমামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে এই সংবাদদাতার সঙ্গে কথা বলতে রাজি হননি।

হাইকোর্ট সূত্র জানায়, কোনো অভিযুক্ত ব্যক্তি হাইকোর্টের কাছে আগাম জামিন চাইলে আবেদনের শুনানির সময় সংশ্লিষ্ট বেঞ্চের সামনে সশরীরে হাজির হতে হয়।

গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় ২১ বছর বয়সী কলেজ শিক্ষার্থী মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এরপর গত ৬ সেপ্টেম্বর নিহতের বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগে সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলাটি করেন।


 


   আরও সংবাদ