স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২১ ২১:২৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৩০ বার
জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উত্তর জনপদের প্রখ্যাত কৃষক নেতা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভাষা সৈনিক মীর শহীদ মন্ডলের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার বৈকাল সাড়ে ৪টায় ভাষা সৈনিক মীর শহীদ মন্ডল পৌর পাঠাগারের আয়োজনে সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ মোমিন আহম্মেদ চৌঃ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গবেষক আমিনুল হক বাবুল, জয়পুরহাট লাইব্রেরী এন্ড পাঠাগারের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম হাক্কানী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, মাহফুজ চৌধুরী অবসর,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোস্তাঈন কবির তুহিন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, মাহাবুর রহমান টুকু প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুল হাই।