স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২১ ১০:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০৩৯ বার
নওগাঁ মান্দা প্রতিনিধি ( ডি, এম মালেক):নওগাঁ'র মান্দায় কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী কর্তৃক সুন্নতে খৎনা এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মান্দা উপজেলার জোতবাজার মহিলা কলেজে এই কার্যক্রম সকাল ৯:০০ টা থেকে শুরু হয়।
সেবাই উত্তম ইবাদত এবং সৃষ্টির সেবায় কোয়ান্টাম ফাউন্ডেশন" এই বাণী সামনে রেখে কোয়ান্টাম ফাউন্ডেশন, রাজশাহী, স্থানীয় সমাজ সেবক আব্দুল মতিন এর উদ্যেগে ১০ জনের একটি দল প্রায় ১০০ জন ছেলে সন্তানের সুন্নতে খৎনা কার্যক্রম পরিচালনা করে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ডাক্তার ইকরামুল বারি টিপু, কোয়ান্টাম ফাউন্ডেশন, রাজশাহী'র দলনেতা সাইদুল ইসলাম সন্টু, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, নওগাঁ'র সভাপতি দেওয়ান আব্দুল মালেক, মান্দা উপজেলা স্চ্ছোসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ও যুগ্ম আহ্বায়ক তালহা যোবায়ের সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, ২০১৩ খ্রিস্টাব্দ থেকে মান্দা জোতবাজার এলাকায় আব্দুল মতিনের উদ্যেগে এই কার্যক্রম বর্তমান সময় পর্যন্ত চলছে।