ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পুলিশ জনগনের শাসক নয় সেবক :কালিহাতী থানার ওসি

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২১ ২২:২৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১০৭৭ বার


পুলিশ জনগনের শাসক নয় সেবক :কালিহাতী থানার ওসি

কামরুল হাসান কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: পুলিশ জনগনের শাসক নয় সেবক । পুলিশ মানে আতঙ্ক,পুলিশ মানে ভয়।জনগনের মনে এমন ধারনা পাল্টে দিয়ে জনগনের সেবক হয়ে কাজ করে যাচ্ছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান।তিনি চলতি বছরেরর মে মাসে কালিহাতী থানায় যোগদান করেন।এর পর থেকে জনমনে পুলিশী আতঙ্ক দুর করতে প্রথমে প্রতি শুক্রবার উপজেলার প্রত্যান্ত অঞ্চলের মসজিদে মসজিদে জুম্মা নামাজের আগে উপস্থিত মুসল্লিদের সামনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোর গ্যাং,ইভটিজিং,বাল্যবিবাহ ও মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরে আলোচনা করেন।এছাড়াও বিভিন্ন স্কুল কলেজে হঠাৎ উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীদের ফ্রেসবুক ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতন করেন তিনি। বিভিন্ন হাট-বাজারে চুরি ছিনতাই রোধে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করে আসছেন।ওই সব মানুষের সাথে আলোচনা করতে করতে তাদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে।সাধারণ মানুষে মন থেকে পুলিশি আতঙ্ক ও ভয় দুর হতে থাকে।
থানাকে দালাল মুক্ত করে বিনা পয়সায় মামলা রুজু,জিডি এন্ট্রি,পুলিশ ক্লিয়ারেন্স ও ভেরিফিকেশন করার ঘোষনা দেন এ ওসি।এরপর থেকে সাধারণ জনগন সরাসরি থানায় গিয়ে মামলা করতে পারছেন।এতে পুলিশের উপর জনগনের আস্থা ফিরতে শুরু করেছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান,পুলিশ জনগনের শাসক নয় সেবক। তিনি জনগনের সেবক হিসেবে তাদের পাশে থাকে কাজ করতে চান।কালিহাতী থানায় যোগদান পর থেকে বর্তমান পযন্ত ৬টি ক্লুলেস মামলা উদঘাটন,৩১টি মাদক মামলা ও ৪১ জন আসামী গ্রেফতার করা হয়।এছাড়াও ১৩০টি গ্রেফতারি পরোয়ানা তামিল করা হয়েছে বলেও তিনি জানান ।


   আরও সংবাদ