বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬১৭ বার
জয়পুরহাটের পাঁচবিবিতে বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং যৌতুক প্রতিরোধে আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের যৌথ আয়োজনে আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানমের সভাপতিত্তে¡ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রক্যেশলী আব্দুল কাইয়ুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টি এম আব্দুল হামিদ, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভানেত্রী আয়েশা ছিদ্দিকা, উপদেষ্টা রফিকুল ইসলাম শাহিন চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, আওলাই ইউপি চেয়ারম্যন আব্দুর রাজ্জাক, থানার এস আই সাইফুল ইসলাম, পাঁচবিবি তথ্য আপা শাহনেওয়াজ ফেরদৌসী প্রমুখ। সভায় বক্তারা বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, যৌতুক প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন এবং এই মহামারী করোনা সংকট মহুর্তে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চালচল ও মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করেন। পরে স্কুলের ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের মাঝে ৪শ মাস্ক বিতরণ করেন।