নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২১ ১৬:৫৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬১৮ বার
আগামীকাল ১ অক্টোবর, ২০২১ প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপি'র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৪ সালের ১ অক্টোবর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় এক ঝাক প্রবীণ ও তরুনের সমন্বয়ে দলটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৩৮ বছরে পিএনপি জনগনের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত রেখেছে।
পিএনপি'র চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন ও মহাসচিব আহমেদুর রহমান এক বিবৃতিতে দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, রাজনীতিতে আজ ব্যাপক শূণ্যতা সৃষ্টি হয়েছে। রাজনীতির নিয়ন্ত্রন চলে গেছে সুবিধাবাদি লুটেরা গোষ্টির কাছে। এ অবস্থায় গণতন্ত্র আজ হুমকির মুখে।
তারা বলেন, রাজনৈতিক শূণ্যতা পূরনে রাজনীতিতে নতুন শক্তি প্রতিষ্ঠার লক্ষে পিএনপিকে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।