ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যে কারণে ২০ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১ অক্টোবর, ২০২১ ২১:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬১৮ বার


যে কারণে ২০ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়লো মাওলানা মোহাম্মদ ইসহাকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস। শুধু তাই নয়, আজ থেকে কোনো রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্ক রাখবে না সংগঠনটি।

২০ দলীয় জোটের কোনো কর্মসূচি না থাকার পাশাপাশি ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে বিএনপির নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট গঠনকে কেন্দ্র করে বিরোধের কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় দলটি।

শুক্রবার বিকেলে রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান মাওলানা ইসহাক এ ঘোষণা দেন।

জোট ত্যাগের কারণ সম্পর্কে মাওলানা ইসহাক বলেন, রাজনৈতিক জোট ইস্যু কেন্দ্রিক গঠিত হয়। জোট কোনো স্থায়ী বিষয় নয়। খেলাফত মজলিস ২০ দলীয় জোটে দীর্ঘ ২২ বছর ধরে আছে। ২০১৯ সাল থেকে ২০ দলীয় জোটের দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা ও কর্মসূচি নেই।


   আরও সংবাদ