ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গণতন্ত্র প্রতিষ্ঠায় পিএনপিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : লিটন

বিনোদন ডেস্ক


প্রকাশ: ২ অক্টোবর, ২০২১ ১৫:৩৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৮৭ বার


গণতন্ত্র প্রতিষ্ঠায় পিএনপিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : লিটন

পিএনপি চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র প্রতিষ্ঠায় পিএনপির নেতা-কর্মীদের রাজপথে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র আজ হুমকির মুখে। গণতন্ত্রহীন রাষ্ট্রব্যাবস্থা চলতে থাকলে অশুভ শক্তির উত্থান হতে পারে।

শুক্রবার (১ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপি'র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শাসকগোষ্টির অপশাসনের ফলে স্বাধীনতার ৫০ বছরেও জনগনের স্বপ্ন অধরা। গণতন্ত্র, জনগনের অধিকার বার বার হোচট খেয়েছে। বর্তমান শাসকগোষ্টিও অতিতের মত গণতন্ত্রকে পাশ কাটিয়ে নিয়ন্ত্রিন গণতন্ত্র প্রতিষ্ঠার নামে নিজেদের অপশাসনকে দীর্ঘস্থায়ী করার অপচেষ্টায় লিপ্ত।

তিনি আরো বলেন, দেশ শাসনে নতুন দেশপ্রেমিক-প্রগতিশীল-গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী শক্তির উম্মেষ ঘটানোর লক্ষে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। জনগনের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন পিএনপি'র মহাসচিব আহমেদেুর রহমান, প্রেসিডিয়াম সদস্য মোসলেমা আমিন, ভাইস চেয়ারম্যান মো. সাইফুল, জাহাঙ্গিরুল আলম, যুগ্ম মহাসচিব টিএম কামরুল হাসান হৃদয়, মো. মোশারফ হোসেন, জামালউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান খোকন, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ছাত্র বিষয়ক সম্পাদক এম এ আরিফ, মহানগর দক্ষিন সমন্বয়ক মো. ইউসুফ আলী, কেন্দ্রীয় নেতা মো. দুলাল হোসেন, মো. মামুনুর রশিদ, হাবিবুর রহমান প্রমুখ।


   আরও সংবাদ