ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কুমিল্লা-সিলেট রুটে বাস ধর্মঘট আজ

বিনোদন ডেস্ক


প্রকাশ: ৫ অক্টোবর, ২০২১ ০০:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৩৭ বার


কুমিল্লা-সিলেট রুটে বাস ধর্মঘট আজ

কুমিল্লা-সিলেট রুটে সদ্য চালু করা রয়েল সুপার নামের বাসের রুট পারমিট বাতিলের দাবিতে ওই সড়কে দুটি বাস সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কুমিল্লা পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদ। আগামীকাল মঙ্গলবার ভোর থেকে এ ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছেন ওই সংগঠনের নেতারা। 

সোমবার দুপুরে সংগঠনের আদর্শ সদর উপজেলার দুর্গাপুরে দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

বক্তারা বলেন, গত ২২ সেপ্টেম্বর ঢাকা বিআরটিএ থেকে রয়েল সুপার সার্ভিসের ৪টি বাসকে চট্টগ্রাম থেকে সিলেট রুটে বাস চলাচলের অনুমতি দেওয়া হয়। এ বাস সার্ভিসের মালিক কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের জহির খান নামের এক পরিবহন ব্যবসায়ী। কিন্তু তিনি সোমবার সকাল থেকে বাস চলাচলের নীতিমালা লঙ্ঘন করে রয়েল সুপার সার্ভিসের বাস চট্টগ্রাম থেকে না ছেড়ে কুমিল্লার ময়নামতি থেকে সিলেটের উদ্দেশে ছাড়েন। এতে সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্ট ও ব্রাহ্মণবাড়িয়ার কুটিগামী সুগন্ধা পরিবহন যাত্রীসংকটে পড়বে। এ অবস্থায় রয়েল সুপার সার্ভিসের রুট পারমিট বাতিলের দাবি জানান পরিবহন নেতারা। 

পরিবহন মালিক গাজী শাহজাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পরিবহন মালিক ও দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সহ-সম্পাদক কামাল উদ্দিন, শ্রমিকনেতা শহিদুর রহমান, মফিজুল ইসলাম ও আনিসুর রহমানসহ অন্য নেতারা। 

তারা বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কুমিল্লা থেকে সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্টের সব বাস চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কুটি পর্যন্ত সুগন্ধা পরিবহনের বাস চলাচলও বন্ধ থাকবে।

এ বিষয়ে পরিবহন নেতা মো. তাজুল ইসলাম বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে সিলেট রুটে যাত্রীদের সেবা দিয়ে আসছে কুমিল্লা ট্রান্সপোর্ট ও সুগন্ধা পরিবহন। প্রতিদিন অন্তত তিন-চার হাজার যাত্রী তাদের সেবা নিয়ে থাকেন। রয়েল সুপার চট্টগ্রাম থেকে ছেড়ে এসে ময়নামতিসহ এ রুটের অন্যান্য স্থানে যাত্রী নিলে তাদের আপত্তি নেই। কিন্তু তা না করে ময়নামতি থেকে গাড়ি ছাড়ার কারণে তাদের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও বিআরটিএ বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

রাতে এ বিষয়ে রয়েল সুপার সার্ভিসের স্বত্বাধিকারী জহির খান বলেন, 'আমি রুট পারমিট নিয়েই বাস পরিচালনা করছি। নিজ জেলায়ই গাড়ি চালাতে অনাকাঙ্খিতভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। চট্টগ্রামে কাউন্টার নেওয়াসহ কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। তা ঠিক হয়ে গেলে চট্টগ্রাম থেকেই সিলেটের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে আসবে। এটা নিয়ে আন্দোলন করার কোনো কারণ দেখি না।'


   আরও সংবাদ