স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ অক্টোবর, ২০২১ ১৮:৩৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৯৬ বার
নওগাঁ, মান্দা প্রতিনিধি ( ডি এম মালেক) নওগাঁর মান্দায় ৭ দিন ব্যাপী পোশাক তৈরী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার ১১ টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় মান্দার আয়োজনে রেবা আখতার আলিম মাদ্রাসার হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল।বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, অধ্যক্ষ আব্দুল গফুর, মান্দা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা এস এম নাসির উদ্দীন প্রমূখ।
শেষে ৭ দিন ব্যাপী ২০২১-২০২২ অর্থ বছরে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্হান কর্মসূচির আওতায় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক। যুব উন্নয়ন কর্মকর্তা
পরিতোষ কুমার মন্ডল জানান এ প্রশিক্ষনে সকালে ৩০ জন এবং বিকেলে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেন।