বিনোদন ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর, ২০২১ ১৫:১৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৬১৫ বার
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয় কেন্দ্র থেকে নদীপথে পালিয়ে যাওয়ার সময় স্বর্ণদ্বীপে (জাহাজ্জারচর) আটকেপড়া ৪৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে কোস্টগার্ডের সদস্যরা তাদের উদ্ধার করে। এরপর তাদের ভাসানচরে আনা হয়েছে। এদেরমধ্যে ১০ জন পুরুষ, ১২ জন নারী ও ২৫ জন শিশু রয়েছেন।
উদ্ধার রোহিঙ্গারা হলেন-আব্দুল হামিদ (৩২), মহছেনা (২৮), জান্নাতআরা (১১), ইসমত আরা (৬), সাদিয়া আক্তার (৪), শওকত আরা (৯ মাস), সোনা আহাম্মদ (২৯), মো. ওসমান (৯), নুরু বেগম (৩০), আনছার উল্যা (২৬), সেনোয়ারা (২০), মিনু য়ারা (৩), সামছু আলম (৩৫), নজরুল ইসলাম (৩০), আয়েশা বেগম (২৯), আব্দুল্লাহ (৮), আব্দুর রহমান (৬), জান্নাতুল ফেরদৌস (৩), শাহানা (১৭), মো. জাহিদ হোসেন (২৭), নুরু বেগম (২২), মো. হামিদ হোসেন (৯), মো. কামাল হোসেন (৮), আছমা বিবি (৪), রিশমা বিবি (৩), রুপবাহান (৬৩), আমির হোসেন (৩০), নবীন সোনা (২৮), সৈয়দ নুর (১০), পারভিন আক্তার (৭), তসমিন আরা (৫), জয়নাল (৩২), মরজিনা (৩০), পারভিন আক্তার (২০), ইমমান হোসেন মাহমুদ (১২), মো. নয়ন (১৩), আছমা (৭), তাসকিন (২), রহমত উল্যা (৩৫), রুজিনা (২৫), নুর বাহার (৭), নুর বানু, (৪), কবির আহাম্মদ (২), মো. ইয়াছিন (২৫), হালিমা বেগম (১৭), ইয়াছমিন আক্তার (২) ও মো. আলী (১৯)।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাতে ভাসানচর আশ্রয় কেন্দ্র থেকে নদীপথে রোহিঙ্গারা দালালের মাধ্যমে পালিয়ে যাচ্ছিলেন।যাওয়ার সময় নৌকার মাঝি কৌশলে স্বর্ণদ্বীপে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। স্বর্ণদ্বীপের প্রায় এক কিলোমিটার দূরে চরে তারা আটকা পড়ে। এরপর দুই দিন ধরে রোহিঙ্গারা না খেয়ে সেখানে অবস্থান করে। বিষয়টি মঙ্গলবার দুপুরের দিকে জানার পর কোস্টগার্ডের একটি দল তাদের উদ্ধারে জন্য পাঠানো হয়। পরে তাদের উদ্ধার করা হয়।