স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ অক্টোবর, ২০২১ ১৫:৩৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৯৯ বার
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর সাপাহারে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজান হোসেন মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন প্রাণীসম্পদ কর্মকর্তা আশীষ দেবনাথ, মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন, আনসার কর্মকর্তা সাহারা বানু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও উদ্যক্তাগন।