বিনোদন ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর, ২০২১ ২২:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৫৭ বার
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২০২১ পালন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন এর আয়োজনে ৬ অক্টোবর সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না। বক্তব্য রাখেন প্যানেল মেয়র সোহরাব হোসেন মন্ডল, ইউপি চেয়ারম্যানদের মধ্যে গোলাম মোস্তফা ও আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু, সাংবাদিক সাইদ জাফর চৌধুরী সুমন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান। সভায় উপজেলা পর্যায়ে কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সচিববৃন্দ উপস্থিত ছিলেন। সভার শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিক ও নিষ্ঠাবানদের মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ। সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রাপ্তরা হলেন প্রতিষ্ঠানে পাঁচবিবি পৌরসভা, মেয়রের পক্ষে সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন প্যানেল মেয়র নূর হোসেন নূর, শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ধরঞ্জি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, শ্রেষ্ঠ সচিব হিসেবে আয়মারসুলপুর ইউপি সচিব আব্দুল মুমিন ও শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে উপজেলা গ্রাম পুলিশের সভাপতি ও আটাপুর ইউপির দফাদার আকবর আলী সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন।