বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২১ ১০:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬১৫ বার
মোবাইল ফোন মেরামত পেশাকে স্বীকৃত টেকনিশিয়ান পেশা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ সেলফোন রিপিয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন। একইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে পাঁচ দফা দাবিও তুলে ধরা হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনের মহাসচিব হাজবুল আলম জুলিয়েট এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন। তিনি বলেন, দেশের বহু তরুণ-যুবক কারিগরি শিক্ষা গ্রহণ করে আত্মকর্মসংস্থানে নিয়োজিত রয়েছেন। কিছু আইনি জটিলতা ও কিছু বিপথগামী টেকনিশিয়ান কারিগরি শিল্প অপব্যবহার করে এ পেশাকে কলুষিত করছে। তাদের কারণে এ সেবা পেশায় নিয়োজিত অন্যান্য টেকনিশিয়ানরা হয়রানির শিকার হচ্ছেন।
আইএমইআই নম্বর যাচাইয়ে ডেটাবেইজ সার্ভার ওয়েবসাইট চালুর দাবি জানিয়ে হাজবুল আলম বলেন, এ ওয়েবসাইট থেকে ফোনের আইএমইআই তালিকা চেক করা যাবে। ফোন হারিয়ে গেলে জিডি কপিসহ ফোনের মালিক ওয়েবসাইটে অভিযোগ জানানোর সুযোগ থাকবে। এর ফলে টেকনিশিয়ানরা খুব সহজেই বুঝতে পারবে এটা চোরাই, হারানো বা আসল ফোন কিনা।
সেলফোন রিপিয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন যথাসময়ের দেওয়া এবং নতুন প্রশিক্ষিত টেকনিশিয়াদের ব্যবসা চালুর ক্ষেত্রে সহজ শর্তে ঋণের ব্যবস্থার দাবি জানান সংগঠনের মহাসচিব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের আহ্বায়ক মাসুদুর রহমান খান, সাংগঠনিক সচিব জনী চন্দ্র দাস, হাফিজুর রহমান মিলন, ওমর ফারুক, মামুন জয় প্রমুখ ।