নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২১ ১৬:৩৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫১০ বার
ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জাতীয় নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে “নদী দূষণ, দখলদারিত্ব এবং অন্যন্য দূষন থেকে ৪৮ নদী রক্ষা ও নদীর তথ্য ভান্ডার তৈরি ও সমীক্ষা প্রকল্প (১ম পর্ব)”র উপজেলা পর্যায়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। এসময় জাতীয় নদী রক্ষা কমিশনের নদী রক্ষা প্রকল্পের ওয়াটার রিসোর্স এক্সপার্ট মো. সাজিদুর রহমান সরদার, প্রোগ্রাম অফিসার সেলিনা সুলতানা, ফিল্ড অফিসার মো. আলমগীর হোসেন, নদী গবেষক মো. মাহবুব সিদ্দিকী, সহাকারী কমিশনার (ভুমি) মো. ছিব্বির আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সাবিনা এক্কা, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ফজলুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নদ-নদীর দখলদারিত্ব, দূষণ ও অন্যান্য অপব্যবহার প্রতিরোধ এবং আত্রাই নদী রক্ষার বিষয়ে সকলে ঐক্যমত পোষণ করেন। পাশাপাশি নদীর সীমানা সঠিকভাবে চিহ্নিতকরণ ও অবৈধ দখল উচ্ছেদ সম্পন্ন করার সাথে সাথে নদীর পানি দূষণরোধ, নদীর প্রবাহ বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ অবৈধ বালু উত্তোলন থেকে নদী রক্ষার্থে সরকারি-বেসরকারি সকলের নিকট হস্তক্ষেপ কামনা করেন।