ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পত্নীতলায় ২দিন ব্যাপী মৎস্যচাষীদের প্রশিক্ষণের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২১ ১৮:২৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৬০৬ বার


পত্নীতলায় ২দিন ব্যাপী মৎস্যচাষীদের প্রশিক্ষণের সমাপ্তি

পত্নীতলায় ২দিন ব্যাপী মৎস্যচাষীদের প্রশিক্ষণের সমাপ্তি

আকমাল হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ মানসম্মত মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন প্রকল্পের আওতায় পত্নীতলা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নওগাঁর পত্নীতলায় আরডি ও এফএফদের ২দিন ব্যাপী প্রশিক্ষণের ১ম ধাপের সমাপনি সোমবার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস কর্মকর্তা আবু সাঈদ এর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপ—প্রকল্প পরিচালক রাজশাহী ডি.পি.ডি শাহিনুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মৎস কর্মকর্তা আমিমুল এহসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধরী, উপজেলা মৎস সম্প্রসারন কর্মকর্তা মহশিনা পারভিন, ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র দাস, ক্ষেত্র সহকারী (ইউনিয়ন প্রকল্প) রাজেকিন হোসেন প্রমুখ।

উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত ২দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে নজিপুর পৌরসভা সদর এবং উপজেলার মাটিন্দর ও শিহাড়া ইউনিয়নের ৩ জন আরডি ও ১৫ জন এফএফ প্রশিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলে। প্যাকেজ হিসাবে কার্প মিশ্র চাষ, পাঙ্গাস—কার্প মিশ্র চাষ, গুলশা, পাবদা, টেংরা চাষ সম্পর্কে প্রশিক্ষন প্রদান করা হয়। এছাড়া পুকুর প্রস্তুত করা, মাছের পোনা সংগ্রহ, মাছের রোগবালায় এবং প্রতিকারে করনীয়, সনাতন পদ্ধতিতে চাষ না করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের গুনাগুন ঠিক রেখে কম খরচে কম সময়ে কিভাবে বেশি উৎপাদন ও লাভ করা সম্ভব এসব বিষয়ে আলোচনা করা হয়।

###########

আকমাল হোসেন

পত্নীতলা প্রতিনিধি

০১৭৯০ ২৬০২৬৬।


   আরও সংবাদ