বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২১ ১৮:৪৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৫২৮ বার
ধামইরহার প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সুইজারল্যান্ড দূতাবাস ও হেকস-ইপার সুইজারল্যান্ড এর সহযোগিতায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১১.৩০ মিনিটে পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো) আয়োজনে উপজেলা হলরুমে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় এর উপস্থিতিতে প্রকল্প অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রজেক্টরের মাধ্যমে পশ্চিমাঞ্চলে ক্ষুদ্র নৃতাত্ত্বিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং সহিঞ্চুতা তৈরিতে সংস্থাটির অবদানসহ প্রকল্পের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন, এরিয়া ম্যানেজার (বন্ধন) মকবুল হোসেন, ইউনিট ম্যানেজার (আশ্রয়ন) শ্যামলী হাঁসদা, ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান, প্যানেল মেয়র মো. মেহেদী হাসান।
এছাড়াও (আরকো) প্রকল্প সমন্বয় মো. মইনুল হক, হিসাব ও ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, প্রকল্প কর্মকর্তা মো. জাহিদ আলী, মোছা. আনিকা বুশরা, উপজেলা অফিসার (রিভাইভ প্রকল্প) জয়ন্তী রানি, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার মো.মুশফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।