ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে রেজিলিয়েন্স প্রকল্প উপকারভোগীগনকে সহায়তা প্রদান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২১ ১৯:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৬১ বার


ধামইরহাটে রেজিলিয়েন্স প্রকল্প উপকারভোগীগনকে সহায়তা প্রদান

ছাইদুল ইসলাম, ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বিএমজেড ও নেটজ বাংলাদেশ এর অর্থায়নে রেজিলিয়েন্স প্রকল্প উপকারভোগীগনকে সহায়তা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর)  বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আশ্রয়-রেজিলিয়েন্স প্রকল্প, ধামইরহাট ইউনিট এর আয়োজনে উপজেলার  আলমপুর ইউনিয়ন, আড়ানগর, খেলনা, আগ্রাদ্বিগুন ও পাটিচোরা ইউনিয়নের ১শ ২৯ জন উপকারভোগীগণকে সহায়তা প্রদান করা হয়। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গনপতি রায়ের সভাপতিত্বে গর্ভবতী দুগ্ধদানকারী এবং বয়স্ক সদস্যদের পুষ্টি প্যাকেজ, বর্ষায় ক্ষতিগ্রস্ত বসত বাড়ি মেরামতের জন্য সদস্যদের টিন ও প্রাণিসম্পদ (ছাগল) সহায়তা প্রদানের আওতায় উপজেলার উপকারভোগী ১শ ২৯ জনের মাঝে  টিন ও পুষ্টি বিতরণের আওতায় মাথা প্রতি ১শ জনের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল, ২ কেজি আটা, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়েছে। 

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী আশ্রয়- ডেভেলপমেন্ট সুপারভাইজার শুবাস মার্ডি, ধামইরহাট শাখার প্রকল্প ব্যাবস্থাপক মো. রবিউল গনি, ধামইরহাট শাখার ইউনিট ম্যানেজার শ্যামলী হাঁসদা, মাঠ সহায়ক মো. জমির উদ্দীন, শুকরা উড়াও, মো. রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 


   আরও সংবাদ