বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২১ ২০:০২ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৩১ বার
ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই স্লোলগান কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যেগে থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় থানা চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক এটিএম বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, মহিলা সম্পাদিকা মোসা. আঞ্জু আরা, ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, আগ্রাদ্বিগুন ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. সেকেন্দার আলী, কাউন্সিলর আলতাব হোসেন, আ.লীগ নেত্রী তমা আক্তার, সাব-ইন্সপেক্টর মো. শাহজাহান আলী, মোকাররম হোসেন, নাজমুল হক, আব্দুল মোমিন, ছলেমান আলী, নুরুল ইসলাম প্রমুখ।