বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২১ ২০:১৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৬৭ বার
জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যূতের শর্ট সার্কিটে আগুন লেগে রতন চন্দ্রের ৪টি টিনের ঘর সম্পূর্ন পুড়ে যায়। এ সময় নগদ ৩ লক্ষ টাকাসহ বাড়ীর আসবাবপত্র, চাল, হাঁস-মুরগী সম্পূর্ণ পুড়ে ঐ পরিবারের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দূঘটনাটি ঘটেছে গতকাল শক্রবার রাতে উপজেলার ধরঞ্জী গ্রামের হিন্দু পল্লীতে । রতন ঐ গ্রামের জতীন চন্দ্রের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে হঠাৎ রতনের ঘরের বিদ্যূতের মেইন সুইচ থেকে বৈদ্যূতিক শর্ট সার্কিটে আগুন লাগলে পাশে থাকা অন্য ঘর গুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মিরা আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রন করলেও সব কিছু পুড়ে যায়।
পরে ঐ রাতেই ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ পরিবারটির খোজ খবর নেন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে চাল, ডাল, তেল, আলু, শাড়ি, লুঙ্গি ও শীতের কম্বল প্রদান করেন।